দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:১৭

ছাত্র ফেডারেশনের জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবী

জাতীয় ঐক্য বজায় রাখতে এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠনকে একত্রিত করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।  আজ শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি মশিউর রহমান রিচার্ড এই দাবি তুলে ধরেন, যখন ‘জুলাই হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ’ বিষয়ে সংহতি যাত্রা শুরু হতে যাচ্ছে।  মশিউর রহমান রিচার্ড বলেন, “আমাদের জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সেই সাইন্সল্যাব, যা গণঅভ্যুত্থানের আন্দোলনের এক অন্যতম কেন্দ্রস্থল ছিল, যেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্ররা একসাথে লড়াই করেছে, আজ সেখানে ছাত্ররা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা শুরু থেকেই জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আসছি। জাতীয় ঐক্য রক্ষায় এর বিকল্প কিছু নেই। যদি আমরা বিভক্ত না হয়ে একত্রিত হই, তবে প্রকৃত বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে পারব।”

 

এ দিনের সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি পদযাত্রা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাঁটাবন এলাকায় শেষ হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী