দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:১৪

আট বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সতর্কতা, ইউজিসি কোনো দায় নেবে না

দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ বিষয়ে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির ‘নিষেধাজ্ঞার’ আওতায় থাকা এসব বিশ্ববিদ্যালয়ের কিছু প্রতিষ্ঠান অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ে অনিয়মের কারণে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ প্রতারিত হলে বা পরবর্তীতে আইনগত সমস্যা সৃষ্টি হলে ইউজিসি তার দায় নেবে না।

 

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালকের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বর্তমানে দেশে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে, যার মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান কার্যক্রম চলছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মামলা-মোকদ্দমা ও অন্যান্য সমস্যা বিরাজমান, সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকা আগের মত এবারও প্রকাশ করেছে ইউজিসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়।

 

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে:

– ইবাইস ইউনিভার্সিটি

– আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি

– দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা

– ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ

– সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ঢাকা)

– সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

– দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

– কুইন্স ইউনিভার্সিটি

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী