দ্যা নিউ ভিশন

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালিত একটি ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর (www.ssl.du.ac.bd) ওয়েবসাইটটি হ্যাক করা হয় বলে জানান শিক্ষার্থীরা।হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে একটি বার্তা পোস্ট করে, যেখানে ঢাবি শিক্ষার্থীদের ইসকন ইস্যুতে আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ার পর ‘ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে দেখা যায়, হ্যাকাররা ইংরেজিতে লিখেছে, “হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।” এছাড়া বাংলায় লেখা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

 

এছাড়া, বার্তায় আরো বলা হয়, “আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।”

 

হ্যাকাররা নিচে কয়েকটি হ্যাশট্যাগও ব্যবহার করেছে, যেমন: #banISKCON #banProthomAlo #justiceshouldbeserved।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা বিষয়টি জানার পর আইসিটি সেলের পরিচালককে অবহিত করবেন বলে জানিয়েছেন।

 

এদিকে, আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

 

এটি উল্লেখযোগ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট নয়, বরং (ssl.du.ac.bd) একটি সাবডোমেইন ওয়েবসাইট, যা শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আজকের ভয়াল মুক্তি”

অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু

মুভমেন্ট ডিজঅর্ডার

আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে শরীরের নড়াচড়া সহজভাবে