তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে অতর্কিত হামলা-ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া স্কুল শাখা আগামী শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে। তবে কলেজ শাখা বন্ধ থাকবে।
### স্কুল শাখার কার্যক্রম:
প্রভাতী ও দিবা শাখার বার্ষিক পরীক্ষা সংশোধিত রুটিন অনুযায়ী শনিবার থেকে শুরু হবে। শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসার জন্য বলা হয়েছে।
### কলেজ শাখার অবস্থা:
কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। স্থগিত থাকা প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি লটারি কবে হবে, তা এখনও জানানো হয়নি।
### নিরাপত্তা ব্যবস্থা:
অতর্কিত হামলার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা দিয়েছে। সকল অভিভাবকদেরকে অনুরোধ করা হয়েছে, সন্তানের নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে নিয়ে আসার জন্য।
### হামলার প্রেক্ষাপট:
গত ২৪ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজেও অতর্কিত ভাঙচুর চালানো হয়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষকদের একটি কক্ষে অগ্নিসংযোগ এবং ক্যান্টিনে ভাঙচুর ও টাকা লুট করা হয়। হামলা-ভাঙচুরে প্রতিষ্ঠানটির কোটি টাকার ক্ষতি হয়েছে।
সেন্ট গ্রেগরি পরিবারের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।