দ্যা নিউ ভিশন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

খেলার শুরুতেই ৩ মিনিটের মাথায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের হয়ে গোল করেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। পরে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ গোল পরিশোধ করতে না পারলে জয়ী হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।জানা যায়, পুরো টুর্নামেন্টে দারুন খেলেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন। তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেও খেলে থাকেন। টুর্নামেন্টে নার্গিস খাতুন সংস্কৃত বিভাগের বিপক্ষে ৫টি এবং গ্রাফিক ডিজাইন বিভাগের বিপক্ষে ৬টি গোল করেছিলেন। ফাইনালের একটি গোলসহ পুরো টুর্নামেন্টে তিনি মোট ১২টি গোল করেছেন। দারুণ এই নৈপুণ্যের জন্য তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচন হয়েছেন।

 

খেলার উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও দুই বিভাগের সভাপতি,শিক্ষকরা।

 

উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান অংশগ্রহণকারী দুই দলকেই অভিনন্দন জানিয়ে বলেন, ‘দুই দলকেই অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ এরকমসৌহার্দপূর্ণ পরিবেশে খেলার জন্য। আগামী দিনে আরও ভালো আয়োজন হবে এই আশাবাদও ব্যক্ত করি।’

 

এর আগে,গত ২৩ নভেম্বর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক তানভীর তারেক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক নিউইয়র্কে অনুষ্ঠিত

কী লাগে এক জীবনে আর

পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা, যদিও অভিনয়ে কম দেখা যায়,