দ্যা নিউ ভিশন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

ইসকন সংগঠনের সমর্থকদের হাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল “ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই।”

 

বিক্ষোভে শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো আমাদের সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শত্রুতার নীলনকশা আঁকছে। তারা বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

 

শিক্ষার্থীরা আরও বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির জন্য এই ধরনের অপপ্রয়াস বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’

 

বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ইসকন মন্দিরে লংমার্চের ঘোষণা দিলেও রাত গভীর হওয়ায় তা বাতিল করা হয়। এরপর সমাবেশ শেষে শিক্ষার্থীরা পরের দিন বুধবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক তানভীর তারেক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক নিউইয়র্কে অনুষ্ঠিত

কী লাগে এক জীবনে আর

পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা, যদিও অভিনয়ে কম দেখা যায়,