দ্যা নিউ ভিশন

৫২ দফা দাবি নিয়ে প্রকাশ্যে শাবিপ্রবি ছাত্রশিবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বরাবর ৫২ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এর ফলে দীর্ঘদিন পর প্রকাশ্যে এল সংগঠনটির কার্যক্রম। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিন উপাচার্যের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

 

### মূল দাবিসমূহ:

 

**১. প্রশাসনিক কার্যক্রম:**

– শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ।

– বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থাপনাগুলোর নামকরণ পরিবর্তন।

– নিপীড়নমূলক ঘটনার তদন্ত এবং ক্ষতিপূরণ।

– শহীদ রুদ্র সেনের পরিবারের জন্য কর্মসংস্থান।

 

**২. একাডেমিক কার্যক্রম:**

– ড্রপ সিস্টেম বাতিল ও ইম্প্রোভ সিস্টেম চালু করা।

– শিক্ষার্থীদের ল্যাপটপ ক্রয়ের জন্য শিক্ষা ঋণের ব্যবস্থা।

– সকল শিক্ষার্থীর জন্য থিসিসের সুযোগ।

– ডিপার্টমেন্টে সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি নিশ্চিত করা।

 

**৩. আবাসন ব্যবস্থা:**

– আবাসন সংকট নিরসন করে শতভাগ আবাসিক ক্যাম্পাস তৈরি।

– আবাসন খরচ বাবদ উপযুক্ত পরিমাণ মাসিক বৃত্তির ব্যবস্থা।

– হলগুলোতে খাবারের মান নিশ্চিত করা ও মূল্য নিয়ন্ত্রণ।

– হলগুলোতে কো-কারিকুলার কার্যক্রম বৃদ্ধি করা।

 

**৪. পরিবহন ব্যবস্থা:**

– পরিবহন সংকট দূর করতে নতুন বাসের ব্যবস্থা।

– পরিবহনের রুট বৃদ্ধি ও রাস্তার সংস্কার।

– রাস্তায় ছায়াদার বৃক্ষরোপণ।

 

**৫. নিরাপত্তা ব্যবস্থা:**

– একাডেমিক এরিয়ায় উচ্চস্বরে কনসার্টসহ সভা-সমাবেশ নিষিদ্ধ।

– ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি।

– মাদক ও নেশায় আসক্তদের উৎখাত করা।

– পর্যাপ্ত আলো ও সিসিটিভির ব্যবস্থা।

 

**৬. গবেষণা কার্যক্রম:**

– মৌলিক গবেষণার উপর কোর্স অন্তর্ভুক্ত করা।

– গবেষণার জন্য আর্থিক প্রণোদনা।

– গবেষণা সহকারী হিসেবে কাজ করার বৈতনিক সুযোগ।

– প্রতি বছর ‘গবেষণা সপ্তাহ’ পালন করা।

 

**৭. লাইব্রেরি ব্যবস্থা:**

– লাইব্রেরি আধুনিকায়ন ও বইয়ের সংখ্যা বৃদ্ধি।

– বঙ্গবন্ধু কর্নার বাতিল ও ইসলামী কর্নার স্থাপন।

– বাহির থেকে বই নিয়ে পড়ার জন্য রিডিং রুমের ব্যবস্থা।

– শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আন্তর্জাতিক মানে উন্নীত করা।

 

**৮. ধর্মীয় উপাসনালয়:**

– কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদ সংস্কার।

– প্রত্যেক একাডেমিক ভবনে আলাদা নামাজের ব্যবস্থা।

– সকল শিক্ষার্থীর ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা।

 

**৯. মেডিকেল সেন্টার:**

– সার্বক্ষণিক ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত।

– ভালো মানের ঔষধ সরবরাহ।

– অদক্ষ ডাক্তারদের অপসারণ ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ।

 

এই ৫২ দফা দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক তানভীর তারেক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক নিউইয়র্কে অনুষ্ঠিত

কী লাগে এক জীবনে আর

পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা, যদিও অভিনয়ে কম দেখা যায়,