দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:২৭

মোল্লা কলেজে আটকে পড়া শিক্ষার্থীদের সেনাবাহিনী উদ্ধার করেছে।

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। এ সময় কিছু শিক্ষার্থী কলেজ ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।জানা গেছে, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মোল্লা কলেজে গিয়ে ভাঙচুর শুরু করেন। তারা কলেজের বই-খাতা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় হামলায় আহত ৩০ জনকে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন বেশ কিছু শিক্ষার্থী।

 

সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেজা উদ্দিন বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় কিছু টোকাই ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। পুলিশ আসলেও তারা আমাদের কোনো সাহায্য করেনি। পরে সেনাবাহিনীর সহায়তায় আমরা কলেজ থেকে বের হতে পেরেছি।”

 

এর আগে ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর বিচারের দাবিতে গত রবিবার ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা এবং ভাঙচুর চালান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের