দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:৩৮

শিক্ষার্থীদের জন্য সরকারের আহ্বান

শিক্ষার্থীদের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন থাকলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গে বলেছেন, “সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”

 

প্রেস সচিব আরও বলেন, “এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি না আমরা খতিয়ে দেখছি। শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

 

আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অনেকে আহত হন। গতকালও একই স্থানে সংঘর্ষ হয়েছে।

 

এছাড়া, গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের