**বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট**
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, *”মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের মুক্ত হতে হবে। শিক্ষার সুন্দর পরিবেশ ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”*
**মাদকবিরোধী সচেতনতা সভা**
‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যে বাকৃবি এবং বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম।
সভায় আরও উপস্থিত ছিলেন:
– ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী,
– ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক,
– উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম,
– প্রভোস্ট কাউন্সিলের কনভেনর ড. মো. রুহুল আমিন।
**বিশেষ বক্তারা**
সভায় মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম।
বক্তারা মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, ডোপ টেস্ট শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা এবং একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
এই উদ্যোগকে সফল করতে প্রশাসন, শিক্ষক এবং পুলিশ বিভাগ যৌথভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।