দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৩৭

২০২৫ সালের স্কুল ছুটির তালিকা

**২০২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা**

 

২০২৫ শিক্ষাবর্ষের সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা চূড়ান্ত করে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে জানা যায়, প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

 

### দীর্ঘ ছুটিগুলো

– **রমজান, ঈদুল ফিতর ও জুমাতুল বিদা**: টানা ২৮ দিন (২ মার্চ থেকে)। ছুটি শেষে ক্লাস শুরু হবে ৮ এপ্রিল।

– **ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ**: টানা ১৫ দিন (১ জুন থেকে ১৬ জুন)।

– **দুর্গাপূজা**: মোট ৮ দিন। এ সময় লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ অন্যান্য ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

 

### অতিরিক্ত ছুটি

প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত ৩ দিন ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

 

### অন্যান্য ছুটি

জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলোতে নিয়ম মেনে ছুটি দেওয়া হবে।

 

এই তালিকা প্রাথমিক অনুমোদনের পরই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ