দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৩২

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চূড়ান্তভাবে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে নোবিপ্রবি।  নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, “অফিশিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ থেকে বেরিয়ে যাব। বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে নেই, এবং তারা এই সিদ্ধান্ত নিতে সক্ষম, কারণ তারা স্বায়ত্তশাসিত।”

 

তিনি আরও জানান, “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের অনেক বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। তবে আমরা নোবিপ্রবির সব ডিপার্টমেন্টের সম্মতি পেয়েছি। একটি ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট গুচ্ছ থেকে বের হওয়ার জন্য সম্মতি দিয়েছে। সরকার অনুমোদন দিলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব।”

 

নিজস্ব ভর্তি পদ্ধতিতে সেকেন্ড টাইম (মাধ্যমিক) পরীক্ষা থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গুচ্ছ থেকে বের হতে আমরা একমত হয়েছি এবং শিক্ষার্থীদের কষ্ট কমানোর জন্য বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ভর্তি পরীক্ষার পদ্ধতি চূড়ান্ত করব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ