দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে এ যাত্রা শুরু হয়।  সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠক ও অ্যাক্টিভিস্ট জামালুদ্দিন মোহাম্মদ খালিদ এবং সদস্যসচিব হিসেবে তরুণ লেখক ও সংগঠক হাসান ইনাম। কমিটিতে যুগ্ম আহ্বায়ক জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্যসচিব ফাতেমাতুল জান্নাত ইমা এবং মুখপাত্র তাশাহুদ আহমেদ রাফিম দায়িত্ব পেয়েছেন।

 

**সংগঠনের লক্ষ্য:**

সংগঠনের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার উন্মোচন, এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতেই স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ গঠন করা হয়েছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকেন্দ্রিক কার্যক্রমই আমাদের মূল লক্ষ্য। এর আগে আমরা বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, যা আমাদের এই সংগঠনের মাধ্যমে সম্ভব হবে।”

 

সদস্যসচিব হাসান ইনাম জানান, “বহুদিন ধরেই জাতীয় রাজনীতি ও ছাত্ররাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো নিজেদের ইচ্ছেমতো কাজ করতে পারে না। আমাদের সংগঠন সেই ধারা থেকে বেরিয়ে আসতে চায়। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত ধারণা বদলাতে চাই। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাস সংস্কার। আমরা ডাকসু নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি এবং সেই লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি।”

 

সংগঠনটি প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে নতুন ধারার সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ