ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, “রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিণামদর্শী। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক হয়রানি এবং নানা বাধার সম্মুখীন হয়েছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমস্যা সমাধানে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সেই সমন্বিত প্রতিষ্ঠানের নামকরণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ঠিক করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিষয়টি পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদেরও এতে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
এ সময় শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করা হবে। পড়াশোনার ক্ষতি এড়াতে আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছি।”