দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৪৯

বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৩০ নভেম্বর থেকে, এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ধাপে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক পর্যায়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩০ নভেম্বর, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রথম ধাপ প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় ধাপে মূল ভর্তি পরীক্ষা হবে ১৩ ফেব্রুয়ারি। বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয় যে, ভর্তির জন্য ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া, ভর্তির আবেদন ফি ১৫ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ