দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৬

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান। এর আগে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।

 

সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠনের ঘোষণা দিয়ে সিরাজ-উদ-দৌলা খান বলেন, আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি ঘোষণা করা হবে। কমিটি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ