দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪৩

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে।

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ৭৪ টাকা, যার মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা এবং রেডক্রিসেন্ট ফি ২৪ টাকা। গত ২৮ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবুল মনছুর ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেএসসি পরীক্ষার বছরে ১ জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীর ন্যূনতম বয়স ১১ বছর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ বয়স ১৭ বছর হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া, শিক্ষার্থীর বাবা-মায়ের এসএসসি সনদ থাকলে তাদের নাম এসএসসি সনদ বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী এন্ট্রি করতে হবে। বাবা-মা এসএসসি সনদধারী না হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীদের নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতি ইত্যাদি ব্যবহার করা যাবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ