দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:০১

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে তারা মহাখালী রেলগেট ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে, যা আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় পৌঁছায়।

 

এ সময় মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন, ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা স্লোগান দেন, “তিতুমীরকে বিশ্ববিদ্যালয় চাই”। আন্দোলনকারীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মহাখালীতেই আসতে হবে।

 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। গত ২৪ অক্টোবরেও একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যা মোকাবিলা করছেন। এর মধ্যে পাঠদান সমন্বয়হীনতা, ফল বিপর্যয় এবং অবমূল্যায়িত খাতা ফিরিয়ে দেওয়ার মতো সমস্যাগুলি এখনো চলমান। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই এসব কলেজে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ