ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে পেছিয়ে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরিবর্তনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, কারণ সেখানে তুলনামূলক কম পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।’
বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীতে দুই পর্বে অনুষ্ঠিত হবে—প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
ভর্তি পরীক্ষার তারিখ:
১. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি
২. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
৩. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
৪. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
৫. বিজ্ঞান ইউনিট: ১৫ ফেব্রুয়ারি
সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) বেলা ১১টায় শুরু হবে এবং দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ২৫ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা, এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। শিক্ষার্থীরা আবেদন ফি ব্যাংক বা অনলাইনে জমা দিতে পারবেন।
শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।