দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৫

দুর্নীতিতে শিবিরের সম্পৃক্ততা থাকলে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন জবি ছাত্রশিবির সভাপতি।

দুর্নীতির অভিযোগে শিবিরের কোনো দায়িত্বশীল বা সদস্যের বিরুদ্ধে টেন্ডারবাজি প্রমাণিত হলে তথ্যসহ সংবাদ প্রকাশের অনুরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

 

মো. ইকবাল হোসেন শিকদার বলেন, ছাত্রশিবির বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা করে, তবে দুর্ভাগ্যবশত বিভিন্ন মিডিয়া ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য আল্লাহ ও রাসূল (সা.) এর বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এছাড়া অমুসলিম ছাত্রদের নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে।

 

গোপন রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিকদার বলেন, আমাদের গোপন রাজনীতি করার কোনো উদ্দেশ্য নেই, আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করি। তবে দীর্ঘসময় ধরে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে আমাদের দমন-পীড়ন করা হয়েছে।

 

শিবিরের সংগঠন সম্পর্কে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র সংগঠন, এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য কোনো সংগঠন আমাদের কমিটি ঘোষণা করে না। সব সদস্য ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করেন, এবং প্রতিটি শাখা ইউনিটে সদস্যরা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন। দেশের অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে আমাদের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, জামায়াত ইসলামীসহ।

 

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজেদের জনশক্তি হিসেবে মনে করেন, এবং কোনো শিক্ষার্থী শিবির করে বা না করে, তাদের জন্য কোনো বিভেদ তৈরি হয় না। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা সর্বোচ্চ চেষ্টা করে সহায়তা প্রদান করেন।

 

মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রায় ৬০ জন সাংবাদিকসহ ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট