দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:০১

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন তারিখ অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি, আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর জানান, আজকের সভায় ১৭ জানুয়ারি মেডিকেল ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টাল ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

প্রথমে ১৪ ফেব্রুয়ারি পরীক্ষার প্রস্তাব ছিল, তবে ওইদিন শবে বরাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকার কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী