দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৫০

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দফা দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।

 

ছাত্রদলের তিন দফা দাবি হলো:

১. ড. আসিফ নজরুলের ওপর বিদেশে হামলা ও হেনস্তা করার চেষ্টাকারী পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা।

২. বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

৩. আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

 

উপরোক্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে ছাত্রদল এই প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি আয়োজন করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী