ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
**আবেদন ফি:**
– সাধারণ আবেদন: ১,০০০ টাকা
– আইবিএ ইউনিট: ১,৫০০ টাকা
**আবেদনের প্রক্রিয়া:**
ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫টি ধাপে আবেদন করতে হবে:
1. **লগইন**: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রোল, শিক্ষা বোর্ডসহ প্রয়োজনীয় তথ্য প্রদান।
2. **বিস্তারিত তথ্য**: পরীক্ষার ভাষা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটা তথ্য, এবং যে বিভাগে পরীক্ষা দিতে চান।
3. **ছবি**: ৩৬০x৫৪০ পিক্সেল প্রস্থ এবং ৫৪০x৭২০ পিক্সেল উচ্চতার ছবি আপলোড করতে হবে, সাইজ ৩০-২০০ কেবি।
4. **পাসওয়ার্ড**: টেলিটক, বাংলালিংক, রবি বা এয়ারটেল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে পাসওয়ার্ড নিতে হবে।
5. **ফি পরিশোধ**: আবেদন ফি জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে। এছাড়া সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
**আবেদনের শর্তাবলী:**
– ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
– দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
**ভর্তি পরীক্ষার তারিখ:**
– কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
– বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি
– ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
– চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
– আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি
**আবেদনের শেষ তারিখ:** ২৫ নভেম্বর, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
এছাড়া, ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি থেকে শুরু হবে।