দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরিন আক্তার।

ডা.নাহরিন আক্তার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরিন আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে গতকাল রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ এর ধারা ১৬ অনুযায়ী ডা. নাহরিন আক্তারকে কোষাধ্যক্ষের শূন্যপদে নিয়োগ দেওয়া হলো।

 

এই নিয়োগের শর্ত অনুযায়ী, ডা. নাহরিন আক্তার চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। কোষাধ্যক্ষ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

 

এর আগে, আরেকটি পৃথক প্রজ্ঞাপনে বিএসএমএমইউয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শাহীনুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ