রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক নির্যাতনের শিকার হওয়ার দাবি করেছেন ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরীন উর্মী। এ সময় তিনি অভিযোগ করেন যে, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীকে ছাত্রলীগ নেত্রীর তকমা দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উর্মী, যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে উর্মী জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ববি উপাচার্য বরাবর অভিযোগ দায়ের করা হয়, যেখানে স্বাক্ষরকারীদের মধ্যে অনেকেই দাবি করেন যে, তাদেরকে ভুল বুঝিয়ে ও প্রতারণামূলকভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে।
উর্মী বলেন, ২০২০ সালের ১ মার্চ ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ববি’র সমাজ বিজ্ঞান, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের ছাত্র আলীম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, হাফিজ ও আসাদুজ্জামান আসাদ ছিল। তারা জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, যার চিহ্ন এখনো রয়ে গেছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগ শাসনামলে বিচার না পাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ওপর নির্যাতন চালিয়েছে, এমনকি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়নি। সেই সময় ববি ছাত্রদলের নেতৃবৃন্দ তার জন্য কোনো উদ্যোগ নেননি।
উর্মী দাবি করেন, শাসন ব্যবস্থা পরিবর্তনের পর, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে দেখা করে পরীক্ষার বিষয়টি পুনরায় আলোচনা করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “মাথা নয়, মেধা চাই”, এবং ছাত্রদলে চাঁদাবাজি ও মাদকাসক্তদের স্থান না থাকার কথা বলেন। এর পর, কিছু লোক ক্ষিপ্ত হয়ে ওঠে।
উর্মী অভিযোগ করেন, ববি ক্যাম্পাসে মিনহাজ সাগরসহ এক চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
একই সময়, তিনি জানান, তার বিরুদ্ধে ববি উপাচার্য বরাবর একটি আবেদন দাখিল করা হয়েছে, যাতে শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর ছিল। তবে স্বাক্ষরকারীরা দাবি করেন, আবেদনের মূল পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।