দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৫

কারিগরির ৭৩৮ শিক্ষকের মানবেতর জীবনযাপন

৫২ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া ৭৩৮ জন শিক্ষক। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে গত ২০ অক্টোবর থেকে ঢাকার আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকালও তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চালিয়েছেন।

 

শিক্ষকরা জানান, ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ৭৩৮ জন শিক্ষক ৫২ মাস ধরে বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাদের জীবনযাত্রা চরম কষ্টকর হয়ে উঠেছে। তারা অতীতে তিনবার একই দাবিতে আন্দোলন করেছেন এবং প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি, যার কারণে তারা পুনরায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে, ২১ অক্টোবর সন্ধ্যায় আন্দোলনকারীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খানকে অবরুদ্ধ করে রাখেন। পরদিন ভোরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তিনি অধিদপ্তর থেকে বের হন।

 

২০১2 ও ২০১৪ সালে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ২০১৯ সালে শেষ হলেও, সেসময় প্রধানমন্ত্রী তাদের রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু কোভিড মহামারির কারণে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং এর ফলে তাদের বেতনও বন্ধ হয়ে যায়।

 

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষক বিপুল আহমেদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগে অনেকবার আশ্বাস পেয়েছি, কিন্তু বেতন পাইনি। এবার আমরা লিখিত আশ্বাস পেলে কর্মস্থলে ফিরব।”

 

শিক্ষকরা আরো জানান, তাদের দীর্ঘ ৫২ মাস বেতন না পাওয়ার কারণে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও বৈষম্যের শিকার হয়েছেন। এ পরিস্থিতির প্রতিবাদ হিসেবে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) গত ২০ অক্টোবর থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে।

 

এ ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং করণীয় সম্পর্কে আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট