দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৪

বঞ্চিত ১,১১৪ জনের আপিল শুনবেন আপিল বিভাগ

২৭তম বিসিএস’র প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার বৈধতা রায় বহাল রাখার আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১,১১৪ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

২০১০ সালে ২৭তম বিসিএস’র প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের বৈধতা রায় বহাল রেখে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিশ্চিত করে। এছাড়া দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিলও কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি হয়।

 

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

 

২০০৭ সালে জরুরি অবস্থার সময় সরকার ২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ সরকারের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সংশ্লিষ্টরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

 

হাইকোর্টের আরেকটি বেঞ্চ দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়াকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ ১১ নভেম্বর এ রায় দেন। সরকারের করা তিনটি লিভ টু আপিল আবেদনও একই দিনে আপিল বিভাগ নিষ্পত্তি করে।

 

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। ওই বছরের ৩০ জুন সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট