দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০১

জাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ১১টি বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাতে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টিউশনি শেষে সাভার ক্যান্টনমেন্ট গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের এক হেলপার তাকে শ্লীলতাহানি করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাত ৯টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ১১টি বাস আটক করেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ‘‘আমি সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। আমি প্রতিবাদ করলে তিনি জানান, ‘এটি ইচ্ছাকৃত ছিল না’। এরপর আমি ডেইরি গেটে নেমে সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম জানান, ‘‘বাসগুলো আটক করা হয়েছে এবং অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট