দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে ভর্তি উপকমিটির এক সভায় এই সুপারিশ করা হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি উপকমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশের ওপর আলোচনা হবে এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট