দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৩

মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে বহাল থাকবে।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে কোটা বহাল রেখেই প্রক্রিয়া শুরু করেছে। গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, যা পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবি তুলেছিলেন। ওই আন্দোলনের ফলস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। ঢাবিতে কোটা পুনর্বহালের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এক ঢাবি শিক্ষার্থী ফেসবুকে লেখেন, “যার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, সেটাই সফল হলো না, তাহলে কি এত মানুষ বৃথা মারা গেল?” অন্য একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’-এ লেখেন, “সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কোটাপ্রথা ভালোভাবে সংস্কার ও বাস্তবায়ন করার পদক্ষেপ নিন।”

 

ঢাবির ভর্তি আবেদন প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের পঞ্চম ধাপে আবেদনকারী পরবর্তী পাতায় তার পরীক্ষার কেন্দ্রের বিভাগীয় শহর বেছে নেবে এবং শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য কোটার তথ্য জানাবে। যদি আবেদনকারী কোটার জন্য নির্ধারিত আসনে আবেদন করতে চান, তবে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ নম্বর দিতে হবে এবং সনদ আপলোড করতে হবে।

 

অন্যদিকে, মেধা তালিকায় স্থান পাওয়ার পরের ধাপের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মুক্তিযোদ্ধার সন্তান (সন্তান না থাকলে নাতি/নাতনি) কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা সনদপত্র বা ১৯৯৭ থেকে ২০০১ সালের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদপত্রসহ আবেদন করতে হবে।

 

ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, ওয়ার্ড/পৌষ্য কোটায় ১ শতাংশ, উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায়, হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় ১ শতাংশ এবং প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার্স/হিজড়া) কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়। গত বছর খেলোয়াড় কোটায় ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, এবারও সেই কোটা থাকবে।

 

সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট