দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৮

১৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মসজিদে মাইকের মাধ্যমে আজান দেওয়া শুরু হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে প্রথমবারের মতো মাইক ব্যবহার করে আজান দেওয়া হয়েছে। গত রবিবার এশার আজানের মাধ্যমে ১৬ বছর পর হলটির মসজিদে মাইকের মাধ্যমে আজান প্রচার শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এত বছর পর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা, যারা এই পরিবর্তনে আনন্দ প্রকাশ করেছেন।

 

হল সূত্রে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাইকে আজান দেওয়ার সুযোগ ছিল না। বিগত ১৬ বছরে ছাত্রলীগের আধিপত্যের কারণে হলের মসজিদে আজান দেওয়ার সুযোগ সৃষ্টি হয়নি, এবং তারা এমন উদ্যোগও নেয়নি।

 

আবাসিক হলের শিক্ষার্থী মেহেদী জানান, হল বা কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করলে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো, ফলে শিক্ষার্থীরা নানা ধরনের হুমকি ও নির্যাতনের শিকার হতেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না।

 

শাওন নামের আরেক শিক্ষার্থী বলেন, নামাজ পড়া ছিল খুবই কঠিন, বিশেষ করে স্বৈরাচারী সরকারের সময়ে। নামাজ পড়লে শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো। এখন হলের শিক্ষার্থীরা এই পরিবর্তনে খুব খুশি, ‘আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি।’

 

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করব। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট