দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪০

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র পরিদপ্তর ও নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজধানীর মহাখালীর সড়ক অবরোধ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে তাদের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। অবরোধের ফলে মহাখালী থেকে লিংক রোড, বনানী ও ফার্মগেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

 

শিক্ষার্থীরা দাবি করেন, প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের বিপরীতে অন্তত একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। তারা বলেন, দীর্ঘ ১৪ বছরের প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ রয়েছে। বর্তমানে সরকারি চাকরিতে মাত্র ৪,১০৬ জন মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও তাদের জন্য নির্ধারিত পদের সংখ্যা ৫,৯৭৫টি হওয়া সত্ত্বেও চিকিৎসক ও নার্সের তুলনায় মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ৮০ হাজারের বেশি হওয়ার কথা।

 

তাদের দাবির মধ্যে রয়েছে:

1. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা

2. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদ মর্যাদা প্রদান করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা

3. ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা

4. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেড পদ সৃষ্টি করা

5. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা

6. বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা প্রদান করা

 

আন্দোলনকারীদের মধ্যে সালাহউদ্দিন বলেন, চিকিৎসক ও নার্সদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আলাদা প্রশাসনিক ইউনিট থাকলেও মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোনো স্বতন্ত্র উইং বা পরিদপ্তর নেই, যা তাদের পেশাগত উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

 

এদিকে, যানজটের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। এক যাত্রী বলেন, তারা দীর্ঘ সময় ধরে সড়কে আটকা পড়েছেন এবং দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছেন।

 

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট