দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৮

হামলাকারী ছাত্রলীগ নেতাদের সনদ বাতিলের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থী সম্পর্কিত বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সঙ্গে সংগঠনটির নেতাদের মতবিনিময় সভায় এ দাবি করা হয়। জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, “যাদের দ্বারা ১৬ বছর ধরে শিক্ষার্থীরা হয়রানি ও হামলার শিকার হয়েছে, তাদের দ্রুত বিচার করতে হবে। ছাত্রলীগের হামলার প্রমাণিত নেতাদের সনদ বাতিলেরও দাবি করছি।” তিনি বলেন, “জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য একটি আর্থিক ফান্ড গঠন, ই-লাইব্রেরির আধুনিকায়ন এবং শহীদ ও আহতদের সম্মাননা স্মারক দেওয়ার দাবি করছি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সহযোগিতা করতে চাই।”

 

ছাত্রদল সভাপতি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ অত্যন্ত কম, যা বাড়ানো প্রয়োজন। এছাড়া, ছাত্রী হলে সিট বরাদ্দের সময় দূরত্ব, আর্থিক অবস্থা ও মেধার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস নিয়ে যদি কোনো বিনিময় চুক্তি থাকে, তবে তা বাতিলের দাবি জানাচ্ছি।”

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষয়ক সমাধান কমিটির সদস্য, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট