দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:২৭

৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম ঢাবির শিক্ষার্থীদের”।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার ঢাবির ভিসি চত্বরে তারা এই ঘোষণা দেন।সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, যেমন ‘শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনো শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল কর, ঢাবিকে মুক্ত কর’ ইত্যাদি।

 

শিক্ষার্থীরা বলেন, ‘২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চাইছে। তাহলে তাদের অধিভুক্ত রাখার কারণ কী? আমাদের মেয়েদের জন্য হলের সিট নেই, অথচ তারা সাত কলেজের জন্য আলাদা ভবন নির্মাণের কথা বলছে, যা অগ্রহণযোগ্য।’

 

তারা আরও বলেন, ‘যদি ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে ঢাবি অধিভুক্ত থেকে বাতিল করা না হয়, তবে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।’

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আশিকুর ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজ ঢাবির অধিভুক্ত থাকবে এবং তাদের জন্য আলাদা প্রশাসনিক ভবন তৈরি করা হবে।’

 

তিনি জানান, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয়, সেটা হবে মেয়েদের হলের জন্য, অন্য কারও জন্য নয়।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট