দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:১৩

হল মসজিদ সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা মসজিদে নামাজ পড়ার জন্য স্থানের অভাবের সমাধানে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপাচার্য ড. নিয়াজ আহমেদ এর কাছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করে।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা মসজিদের ছোট আয়তনের সমস্যার সমাধানে দুটি প্রস্তাবনা উপস্থাপন করেছে। প্রস্তাবনাগুলো হলো:

১. পুরাতন ভবনের মসজিদের পুরো ফ্লোর এবং সামনের দিকে সম্প্রসারণের পাশাপাশি বহুতল করা।

২. প্রথম প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব না হলে, পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন একটি নতুন মসজিদ নির্মাণ করা।

 

এতে উল্লেখ করা হয় যে, হলের নতুন ভবনে মসজিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় দুটি রুমকে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। এছাড়া, পুরাতন মসজিদে স্থান খুবই সীমিত, যেখানে সর্বাধিক ১৫০ জন দাঁড়াতে পারে এবং বাকিদের করিডোর, হল গার্ডেন ও রাস্তার মতো জায়গায় দাঁড়াতে হয়। নতুন ভবনে বরাদ্দ করা দুটি রুমে সর্বাধিক ২০০ জন দাঁড়াতে সক্ষম হবে, অথচ পুরাতন ও নতুন ভবন মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী সেখানে বাস করবে। ফলে, জুমার নামাজ আদায় করতে শিক্ষার্থীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে।

 

স্মারকলিপিতে আরো বলা হয়, ছাত্রদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম কর্তব্য। তাই তাদের দাবি, অন্তত ১৫০০ জন শিক্ষার্থী নামাজ পড়তে পারবে এমন একটি মসজিদ নিশ্চিত করা।

 

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সোলায়মান, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. তৈয়্যেবুর রহমান, ফিন্যান্স বিভাগের মো. মাহবুব আলম মোহন প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট