দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৪

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। একজন ব্যক্তি সর্বাধিক ৪ বার এই পরীক্ষা দিতে পারবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, এবং পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯ অনুযায়ী ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠন করা হয়েছে।

 

এই বিধি অনুযায়ী, একজন প্রার্থী সর্বাধিক চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বাধিক ৩ বার বিসিএস দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট