দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৭:৩১

রমেক অধ্যক্ষের কক্ষে পদত্যাগের দাবিতে তালা লাগানো হয়েছে।

রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গত ২৯ অক্টোবর তিনি উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়িত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার দুপুরে, ডা. মাহমুদুল হক সরকার ও ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

 

আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, মাহফুজুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোর জন্য চাপ দিয়েছেন। তারা জানান, ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকরা আর প্রশাসনিক পদে থাকতে পারবেন না।

 

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে ডা. মাহফুজুর রহমান বলেন, “আবু সাঈদ হত্যার ঘটনায় সঠিক ফরেনসিক প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা দিয়েছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী