সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা অনশন শুরু করেন। দুপুর আড়াইটার দিকে উপাচার্য একাডেমিক কমিটির বৈঠক ডেকে বিষয়টি পুনরায় আলোচনা করার আশ্বাস দিলে তারা অনশন ভঙ্গ করেন।
অভিযোগ অনুযায়ী, সেমিস্টার সিস্টেমে আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা জটিলতায় পড়ছেন। কারিকুলামে ৩০ শতাংশ জেনারেল কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিষয়ভিত্তিক পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন। এসব তাত্ত্বিক কোর্স শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, ফলে আইনের মেজর ও নন-মেজর কোর্সের ভারসাম্য রক্ষা হচ্ছে না।
শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা স্বল্প সময়ে বিস্তৃত সিলেবাস শেষ করতে দ্রুতগতিতে পাঠদান করেন, যার ফলে তারা এবং শিক্ষার্থীরা পরিপূর্ণ জ্ঞান অর্জনে বাধাগ্রস্ত হচ্ছেন। এই পদ্ধতি আইন অনুষদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং প্রশাসন তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। অনশনে অংশগ্রহণকারী ৫০-৬০ জন শিক্ষার্থীর মাঝে আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।