দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৬

ঢাবির ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে শিবিরের স্মারকলিপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ, বুধবার, শিবিরের সভাপতি মো. আবু সাদিক (কায়েম) এবং সেক্রেটারি এস এম ফরহাদ এই স্মারকলিপি তুলে দেন।স্মারকলিপিতে নেতারা জানান, ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে আবেদন ফি ১০৫০ টাকা এবং আইবিএ ইউনিটের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনেক কষ্টসাধ্য।

 

নেতারা উল্লেখ করেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা, যা ক্রমাগত বাড়িয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ হাজার ৫০ টাকায় পৌঁছেছে। তাদের দাবি, পাঁচ বছরের মধ্যে আবেদন ফি তিনগুণ বেড়েছে, যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

 

শিবিরের নেতারা উপাচার্যের কাছে দাবি জানান, অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র-মধ্যবিত্ত এবং ১০ শতাংশ শিক্ষার্থী পরিবারের মাসিক আয় ৪ হাজার টাকার নিচে। অতএব, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে নিয়ে আসার অনুরোধ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট