দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৯

রাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একজন ছাত্রলীগ কর্মী!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ কিবরিয়া, যিনি অভিযোগ অনুযায়ী রাবি শাখা ছাত্রলীগের কর্মী। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তাদির করিম কুয়াশা, যাকেও ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়ন (একাংশ) জাতীয় পরিষদের সদস্য ও রাবি সংসদের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, যা সাবেক ও বর্তমান সাংবাদিকদের মধ্যেও প্রচলিত।

 

গত শনিবার বিকেল ৪টায় শাখা ছাত্র ইউনিয়নের কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। রাকিব হোসেন বলেন, মাসুদ কিবরিয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী এবং তিনি এক সময় শিবিরের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি আরও জানান, মাসুদ ও মুক্তাদিরের ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ থাকায় এই কমিটিকে পরিকল্পিত ও ভুয়া হিসেবে দাবি করছেন।

 

নতুন কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া এসব অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত নয় এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের সাহায্যে হলের সিট নেওয়ার সময় থেকেই তাদের দু-একজন ছাত্রলীগের কাছে গিয়েছিল।

 

এদিকে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে বর্তমানে দুটি গোষ্ঠী রয়েছে, যার একটির সভাপতি রাগীব নাঈম এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনি, অপরটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এ নিয়ে কেন্দ্রীয় সংসদের কর্মকর্তারা মন্তব্য করেছেন যে রাবির নতুন কমিটি গঠন করা হয়নি এবং তাদের নিজেদের আহ্বায়ক কমিটি রয়েছে।

 

শনিবার সন্ধ্যায় নতুন কমিটির দপ্তর সম্পাদক মুন হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদ কিবরিয়া সভাপতি এবং পরমা মোস্তফা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান, সহকারী সাধারণ সম্পাদক মুক্তাদির করিম কুয়াশা, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের এবং দপ্তর সম্পাদক মুন হোসেন।

 

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা, এবং পরবর্তীতে চারটি সদস্যপদ যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ