ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ছাত্রের পা ভেঙে গেছে। এই ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে ১১টার পরে। আহত ছাত্রের নাম সাদাফ, যিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক।সংগীত বিভাগের ছাত্র রাসেল ইসলাম জানান, সাদাফ রাত সাড়ে ১১টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল সাদাফের ওপর দিয়ে চলে যায়। এতে সাদাফ এবং তার এক বন্ধু আহত হন। সাদাফের দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে।
মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, জানতে চাইলে রাসেল বলেন, সাদাফ গুরুতর আহত অবস্থায় ছিল এবং পা ভেঙে নড়তে পারছিল না। মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি ছিল, তাই সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
সাদাফের পায়ের এক্সরে রিপোর্টে দেখা গেছে, তার দুটো পা হাটুর নিচ থেকে ভেঙে গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “এই বিষয়টি এখনও আমার জানা নেই। আমি ছেলেটির খোঁজ নিচ্ছি এবং হাসপাতালকে দেখতে টিম পাঠাচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তার পাশে থাকবে।”