দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৫:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার রাত ১১টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. ইকবাল হোসেন শিকদার এবং সেক্রেটারি হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম।

 

অন্যান্য সদস্যদের মধ্যে অফিস সম্পাদক হিসেবে ২০১৮-১৯ সেশনের মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ২০১৭-১৮ সেশনের নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ইব্রাহীম আলী এবং বায়তুলমাল (অর্থ) সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. শাওন সরদার রয়েছেন।

 

এছাড়াও, দাওয়াহ সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মো. সোহাগ আহমেদ রয়েছেন।

 

কমিটি প্রকাশ সম্পর্কে সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, “এটি নতুন গঠন নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি সদস্যদের ভোটে জানুয়ারিতে গঠন হয়। তবে ক্যাম্পাসে প্রতিকূল পরিবেশ থাকায় আমাদের আন্দোলন ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কৌশলগত কারণে এতদিন কমিটি প্রকাশ করা হয়নি।”

 

উল্লেখ্য, ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সামনে আসে। তখন সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট