দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৬

প্রকৌশল গুচ্ছের চূড়ান্ত বিষয় বরাদ্দ, বন্ধ ভর্তি বাতিল প্রক্রিয়া

প্রকৌশল গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয়—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)—স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এরপর সোমবার (২৮ অক্টোবর) থেকে শিক্ষাকার্যক্রম শুরু হবে।

 

এদিকে, প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের “ভর্তি বাতিল” প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত থাকবে। তিন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) চূড়ান্ত বিষয় বরাদ্দও দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ভর্তি কমিটির (সিএসি) ৩৬তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল প্রক্রিয়া ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

 

উল্লেখ্য, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা গত ৩ মার্চ অনুষ্ঠিত হয় এবং ফলাফল ৯ মার্চ প্রকাশিত হয়। ভর্তি কার্যক্রম শেষ হয় ১১ সেপ্টেম্বর। আগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৩১ জুলাই হওয়ার কথা থাকলেও ছাত্র-জনতার আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়। এ বছর চুয়েটে ৯৩১টি, কুয়েটে ১,০৬৫টি, এবং রুয়েটে ১,২৩৫টি আসন বরাদ্দ রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট