দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:১৯

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে ঢাকায় আসছেন ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের অফিসিয়াল প্ল্যাটফর্ম ‘এডুকেশন ইউএসএ’ আগামী সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলশানের ইএমকে সেন্টারে একটি বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করছে। আন্তর্জাতিক শিক্ষা প্রচারে নিবেদিত সংস্থা এডপ্রোগ্রামসের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা স্বল্পমেয়াদি ইমারশন প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ট্যুরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে পারবে।

 

মেলায় অংশগ্রহণ করবে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাউ ইউনিভার্সিটি, অ্যাম্ব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো (দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক), ইউনিভার্সিটি অব কানসাস এবং ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটার প্রতিনিধিরা।

 

এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া, বৃত্তির সুযোগ এবং কার্যকরী আবেদন জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। নিবন্ধন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে: https://forms.gle/XfDa5UzDDmbJvgvL6।

 

এডুকেশন ইউএসএ হল যুক্তরাষ্ট্রে পড়াশোনা সংক্রান্ত সঠিক, হালনাগাদ এবং সম্পূর্ণ তথ্য সরবরাহের একমাত্র অফিসিয়াল উৎস। বাংলাদেশে এডুকেশন ইউএসএ বিনামূল্যে তথ্য প্রদান করে, যা দেশের বিভিন্ন পরামর্শ কেন্দ্রে পাওয়া যায়।

 

ঢাকায় আমেরিকান সেন্টার, গুলশানে এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টার এবং চট্টগ্রামে আমেরিকান কর্নারে প্রশিক্ষিত পরামর্শকরা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিনামূল্যে একক ও দলীয় পরামর্শ সেবা প্রদান করেন।

 

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.facebook.com/EdUSABangladesh.

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট