দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৮

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় সাবেক সেনাসদস্য পাঁচ দিনের রিমান্ডে

ডাকাতির ঘটনায় কামাল হোসেনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেন নামের ওই ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে।

আজ বুধবার কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তিনি এখন ডিবি হেফাজতে আছেন।

এর আগে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে ডিবি গ্রেপ্তার করেছে তিনজনকে আর র‍্যাব গ্রেপ্তার করে আটজনকে। কামাল হোসেন এই আটজনের একজন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিয়ে ডিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ রাকিব খান রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে র‍্যাব একজন আসামিকে ডিবিতে হস্তান্তর করেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এ ঘটনায় র‍্যাব ডিবির কাছে চারজন আসামিকে হস্তান্তর করেছে।

তবে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, তাঁরা গত রোববার এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে। তাহলে র‌্যাবের হাতে গ্রেপ্তার বাকি আসামিরা এখন কোথায়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। পুলিশ ও বাসার বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করেন। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট