সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার আসামি সিয়াম হাসানকে (২৬) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এক খুদে বার্তায় ডিবি জানিয়েছে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার তাজমহল রোডের একটি বাসা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তিনি বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি।
ডিবি আরও বলেছে, গতকাল গোপন খবরের ভিত্তিতে তাঁদের তেজগাঁও দল ওই এলাকায় অভিযান চালায়। গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায়ও সিয়াম হাসান আসামি। তাঁর নামে আরও মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা হয়। সেদিন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। পরে বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন।
গাড়িবহরে হামলার ঘটনার পাঁচ বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ডিবি। এতেই আসামি ছিলেন সিয়াম হাসান। তিনি জামিনে ছিলেন।
মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।