দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:০৭

কলাবাগানের একটি বাসা থেকে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি. ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিছু অস্ত্র, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলাবাগান থানা-পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মো. শুভ ও মো. শাকিল হোসেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। পরে তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে ২টি ম্যাগাজিন ও ১৩টি তাজা গুলি ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও উদ্ধার করা হয়েছে ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় পাইপ গান, ১টি এয়ার গান, ১টি ইলেকট্রিক শক (টিজার), ২টি চাপাতি, ৩টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ৩টি মুঠোফোন ও ১টি ওয়েব ক্যামেরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী