দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:১৮

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান।

তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশে এই কর্মকর্তা আরও বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে—বাদীর ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে দুই দফায় ২৬ লাখ টাকা নেন গ্রেপ্তার ব্যক্তিরা। তবে বিদেশে পাঠানো হয়নি। পরে টাকা ফেরত চাইতে গেলে বাদীর কাছে আরও ৯২ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত ব্যক্তিরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট