দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

শিশু হত্যা। প্রতীকী ছবি

রাজধানীর বাদামতলী এলাকায় দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তাঁর মাকে আটক করেছে পুলিশ। শিশুটির নাম খাদিজা। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বৃষ্টি আক্তার নামের এক নারী তাঁর শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেছেন। তিনি ভাসমান ও নেশাগ্রস্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী