দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২১

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার: র‍্যাব

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওরফে রুবেল।ছবি: র‍্যাবের সৌজন্যে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন ওরফে রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র‍্যাব বলছে, দেলোয়ার যুবলীগ কর্মী।

র‍্যাবের খুদে বার্তায় বলা হয়, দেলোয়ারকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ আগস্ট উত্তরার ১১ নম্বর সেক্টরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার দিন দেলোয়ার পিস্তল দিয়ে গুলি করেছিলেন।

দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১। তারা বলছে, দেলোয়ার ঢাকা উত্তর সিটির ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। ঘটনার দিন তাঁকে পিস্তল হাতে গুলি করতে দেখা যায়। ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী